লোকমান হাকিমের দুটি লিমেরিক

1

ছবি: শেখ সুজন আলী

এলো‌মে‌লো-১
 
সারা‌দিন যা-ই ভা‌বি সব এলোমেলো
বুকের ম‌ধ্যে কিছ‌ু আঁধার কিছু আলো
যা ভা‌বি সব হা‌রি‌য়ে যায়
দাঁড়িয়ে থা‌কি ম‌নের বারান্দায়
আলো নয় আমায় ডা‌কে মেঘ‌ মেদুর কা‌লো।
 
এলোমেলো- ২
 
কী বলবো, বলতে গে‌লে কথা এলোমেলো
কোথায় যাবো, চল‌তে গে‌লে পথ এলোমেলো
প‌থে প‌থে যে‌তে যে‌তে বলা
ভাবনা গু‌লোর একটু ডানা মেলা
সোজা প‌থেও পথ ‌হয়ে যায় এলোমেলো।

লেখক: কবি ও ছড়াকার, ঢাকা।  

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন