মাহফুজ রিপন এর দুটি কবিতা

0

ছবি: মাসুদুল মান্নান

অস্তিত্বের খোঁজে
 
প্রাগৈতিহাসিক অস্তিত্বের খোঁজে
ছুটে যাই গন্ধমের বনে;
সাড়ে পাঁচশত কোটি আদম-হাওয়া
গড়ে চলেছে এই চম্পক নগর।
 
সাধের গতরে এখন উত্তুরে হাওয়ার আগুন,
খর্ব হয়ে গেছে আজ বিবেক-বুদ্ধি, মানবতা।
উচ্ছেদের কষ্টে উদ্বাস্তু রোহিঙ্গা আমি,
অস্তিত্বের বাস্তুভিটা আজ নষ্টদের দখলে।
খণ্ডিত শস্যভূমির মত- 
অনুর্বর মাটি, নষ্ট পাথার, নষ্ট বীজ
অস্তিত্বের বরেন্দ্রভূমি।

 
বসুধার বন্দনা
 
আকাশটা শ্মশান হয়ে
ঝুলে আছে আগুনের ডালে
গগন হাহাকার ছায়ার পাখি
রৌদ্র বৃষ্টি হয়ে বসুধার বন্দনা করে।
 
আজ সেই দিন অভ্রান্ত পানশালার কবি-
মহকুমা থেকে পা-বাড়ায় সিড়নির পথে
 
ছায়াময় সকাল পেরিয়ে সন্ধ্যা নামে।
 
দাবানল হয়ে ওঠা ইয়াহু  
যুগান্তর রক্ষার নিয়ম ভঙ্গ করে
অশুভর সাথে লড়াইয়ে
কবির মৃত্যু হয়!
কবিতার অক্ষরগুলো রক্ত-জমাট বাঁধে।
 
শোকার্ত আকাশ পড়ে থাকে বরফ গলা জলে।
 
 লেখক: কবি; কর্মী, বিশ্বসাহিত্য কেন্দ্র।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন