আর্টওয়ার্ক: নগরবাসী বর্মন
পুরো বিকেল মেলিয়ে বসে আছি, ধুয়ে দিচ্ছে সোনালি আলো– অনন্ত কেউ এসে দেখুক আমার একাকিত্বের দুখ। হিজল দেখলো, বিছিয়ে দিল নিজেকে বানের জলে। মেঘেরাও দেখলো, ঝরে পড়লো বৃষ্টিতে। কিন্তু বালিকা তুমি দেখলে না,আমার একাকিত্ব! আচ্ছা তোমার দিবাতে কি বিকেল আসে না? চোখে পড়ে না সোনালি আলো? ততটুকু চাইনি তো! অত মাধূর্য কিংবা অত ঐশ্বর্য! শুধু চেয়েছি অনন্ত কেউ এসে দেখুক আমার একাকিত্বের দুখ। অত ভিড়,অত মানুষ কিংবা সভ্যতা আমার দুঃখ না জানুক বালিকা শুধু তুমি জেনো কেউ একজন বিকেল পোড়াচ্ছে তোমার জন্য। ততটুকু চাইনি তো! শুধু চেয়েছি জীবনের অপরাহ্নে–কেউ অন্তত পাশে বসুক। একটি শীতল কূয়া হোক–ভিজিয়ে দিক তৃষ্ণার্ত বুক। জেগে থাকা যান্ত্রিক চোখে ঘুমের ঢল নামিয়ে দিক। ‘এই শুনছো,অনেক হয়েছে এবার ঘুমাতে এসো!’ বলে ডাকুক।