সাবিহা রিপা ।। কবিতা ।। রংহীন হৃদয়ের কান্না

0
ছবি: শেখ সুজন আলী
 
দুঃখের দেশ থেকে সদ্য ঘুরে এসেছি আমি 
সেখানে কেবল বোবা কান্নার রাজত্ব চলে; 
যে কান্নার কোন রং নেই, 
যেখানে থাকে না কোন জ্যোৎস্নার ছায়া। 
 
সেখানে দেখেছি কেবল বিশ্বাসের মৃত্যুতে ম্লান 
প্রাণহীন এক আত্মার ছায়া; 
আর সেই ছায়াতলে পড়ে থাকা 
কষ্টের রঙে নষ্ট হওয়া সব অনুভূতি আর মায়া।

দুঃখের দেশে বিবর্ণ হয় বেদনার নীল রঙ 
হৃদয়ের গহীনে প্রতিধ্বনিত হয় তীব্র আর্তনাদ। 
ক্ষয়ে ক্ষয়ে বয়ে যায় হৃদয়ের কান্না, 
যে কান্না কেউ দেখেনি; কেউ দেখেনা। 
 
সে দেশে কান্নার জলে দিঘি হয়, 
তীব্র বেদনার ঢেউয়ে হৃদয় নদীর পাড় ভাঙে।
গুঁমড়ে কেঁদে কেঁদে শুকিয়ে যায় বর্ণহীন কান্না, 
যার খোঁজ কেউ রাখেনি; কেউ রাখেনা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন