নাজমুন নাহার নিশি।। কবিতা।। জীবন্মৃত

1

আর্টওয়ার্ক: নগরবাসী বর্মন

অসূর্যম্পশ্যা ঝড় তখন বেয়ে উঠেছে টিনের চাল!
মরতে মরতে বেঁচে ফিরে সন্ধেমণির রঙ।
ভররাত্তির হয়ে উঠে বিষণ্ণ সন্ধ্যের রুপে!
থাবার মতো জাল ফ্যালে কালো অতীত-
নিষ্ঠুর রাত,বিষের জীবন!
একটা আদালত প্রাঙ্গণ-
প্রশ্নবাণের রণক্ষেত্র-
কিভাবে হলো? কতজন ছিলো?
কেমন পোশাক পড়েছিলে?
মেয়েমানুষ সন্ধ্যেবেলা বাইরে কেন?
মেয়েমানুষের এত শখ থাকবে কেন?
আরো কেন কেন কেন'র বাহার!

অসূর্যম্পশ্যা ঝড়ের নাম হয় অচ্ছুৎ!
সন্ধ্যেমণির রঙ ধুঁয়ে যায় যায়-
বিষণ্ণ সন্ধ্যে রুপ বদলে হয়ে ওঠে কালরাত্তির!

বাইরে ভীষণ ঝড়!
কে জানে? ভেতরেও কিনা..

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন