ছড়া : যাইমু বাপের বাড়ি : জসিম উদ্দীন

1

ছবি: নাহিদুল ইসলাম

ও মাঝি ভাই লও আমারে
যাইমু বাপের বাড়ি
বাপের বাড়ী নদীর দেশে
যায়না সেথায় গাড়ি।

কমাস হলো ও মাঝি ভাই
পাইনা বাপের দেখা
বাপটা আমার অনেক দূরে
থাকে ভীষণ একা।

নদী যখন বানের জলে
একুল ওকুল ভাসে
বাপ যে আমার না'খান লইয়ে
দেখতে মোরে আসে।

মাস খান হলো বান এসেছে
তবুও এলনা বাপ
শুনেছি নাকি বাপরে আমার
কেটেছে এক সাপ।

শান্তি যে নাই এই মনেতে
কইতে নাহি পারি
ও মাঝি ভাই লও আমারে
যাইমু বাপের বাড়ি।

লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। 

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন