কবিতা: শূন্য: সাখাওয়াত টিপু

0

ছবি: শেখ সুজন আলী

তোমার দুচোখে ভরা শূন্যতার ভাষা

বাম চোখে মুছে যাওয়া হাজার স্মৃতি

আর অন্য চোখ রাখা আগামীর স্বপ্ন 

,

তোমাকে দেখতে আমি সব শূন্য করে দেই 

তবুও তোমাকে দেখি অগণিত মহাশূন্যে

যেনবা জড়িয়ে আছো নিত্য নয়টি সংখ্যায়

,

ব্যাসার্ধের মহাকাশে উড়িয়ে দিয়েছি দৃশ্য

তুমি যেন ব্যাস, চোখ স্পর্শ করে চুমু খাও

আর আমি নির্বাক মিশেছি পরিধি ও বৃত্তে 

,

দিগন্তে মিলিয়ে গেলে মৃদু মধ্যমার রেখা

তুমি দৃশ্য হও সোজা বিন্দুর অধরা দুনিয়ার

যেখানে অদৃশ্য থাকি আমি তোমার ভেতর  

,

একাকী তোমার দুটি চোখ আর দুটি অন্য

দুই চোখে স্বপ্ন, দেখো অথচ একটা শূন্য।


        

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন