কবিতা: ভালোবাসা কিংবা বিচ্ছেদ: সাজ্জাদ হোসেন ইমন

1

ছবি: শেখ সুজন আলী

আমি তো কিছুই করি নাই শুধু তোমারে ভালোবাসছিলাম।

হেইদিন চাঁনরাইতে, বাঁকা চাঁদটারে দেইখা মনে পড়লো তোমার বাঁকাঠোটের হাসির কতা। আহা! সে হাসি।

আমি তো কিছুই করি নাই শুধু তোমারে ভালোবাসছিলাম।

তোমার তো জোস্নারাইত অনেক পছন্দের আছিলো তাইনা?

তুমি জানো, আইজও তোমার লাইগা জোস্নারাইতে নৌকার পাঠাতনে হুইয়া জোস্না দেহি। কি সুন্দর জোস্না!

আমি তো কিছুই করি নাই, শুধু তোমারে ভালোবাসছিলাম।

যেইদিন তোমার লাশটা নদীর পানিতে ভাসতাছিলো,

হেইদিন কিন্তু আমি কান্দি নাই, এট্টুও না।

রাগ হইছিলো তোমার উপ্রে।

তুমি কি কইছিলা আমারে?  কইছিলা আমারে ছাইড়া কহনো যাইবা না।

আমি তো কিছুই করি নাই। শুধু তোমারে ভালোবাসছিলাম।

খুব বেশি একটা দিন নাই। আমিও তোমার কাছে আয়া পড়ুম। তারপর নাহয় দুইজনে একলগে দেহুম চানরাইতের বাঁকা চাঁদ,আর পাঠাতনে একলগে শুইয়া শুইয়া দেহুম ঢইল্যা পড়া জোস্নার সৌইন্দর্য।

আর একলগেই নাহয় কমু, আমরা তো কিছুই করি নাই, শুধু একজন আরেকজনরে ভালোবাসছিলাম।

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন