কবিতা : বেওয়ারিশ আমি : রাকিবুল আলম

2

ছবি: আসিফ ইকবাল আরিফ

চুপ কাউকে বলবেন না যেন!
কুঁজো বুড়ির রুপকথা থেকে
আমি পালিয়ে আসা এক রাজপুত্র।
যত্রতত্র দাঁড়িয়ে চোখ যতদূর যাবে
পুরোটাই আমার রাজত্ব।
 
এ রাজ্যের রোদ  আমার সুখ,
বুকফাটা বৃষ্টি আমার বিষাদ
আর ঝড় সেতো আমার পরিচয়।
 
আমি মুক্ত কাক।
আমাকে ধরার আকুতি জানায় না কেউ।
আমি অসহযোগিতাকে পরোয়া করি না।
যা হবার হয়ে যাক, আমার শক্তি-
আমার বেওয়ারিশ হওয়া পাপ ।
 
প্রতিনিয়ত অলিগলিতে জন্ম নিচ্ছি বেওয়ারিশ আমি ।
এ রাজ্যে বীভৎস তৃপ্তির জন্য
আমাকে জন্ম দেওয়া দোষের কিছু নয়!
বরং জারজ হওয়াটাই আকাশ কাঁপানো ভুল।
 
গল্পে ভরা রাস্তার ফুটপাত, তিনচাকার ভ্যান,
পড়ে থাকা নষ্ট রেলের কামরা আরো কত কি!
আমার নিদ্রা ভার নেওয়ার জন্য তুলকালাম পাকিয়ে দেয় প্রতিনিয়ত।
আমি নির্বিকল্পে বলতে পারি এত পালঙ্ক বিলাসিতা অন্য কারও নেই।
ক্ষুধা নিবারণের তাড়নায়  পলিথিন ফুঁয়ানো!
সে আবার কি?
আমার আছে এক বিশাল সাদা রুটি  আর এক আকাশ তারার মুগডাল।
আমি ক্ষুধা উপভোগ করি
আমার ক্ষুধা মিটায় আমার খোদা!
আহা কি স্বাদ! কি স্বাদ!
এ যেন মৃত্যুর মতোন অমৃত।
 
আমার পোশাক আর কথার গোলকধাঁধায় দাঁড়িয়ে থাকার কিছু নেই।
আমি একজন অভিনেতা 
নিজেকে আড়াল করতে ভালোবাসি।
মানুষের ভেতরের ঘেন্না আমার চেয়ে ভালো কেউ চেনে না।
আমিতো মানুষ না, আমি অমানুষ। 
ঘেন্না ছাড়া মানুষ হওয়া যায় না।

লেখক: শিক্ষার্থী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ।
 
 
 
 
 
 

2 মন্তব্যগুলো

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন