কবিতা: বঙ্গবন্ধু: কেয়া রাণী পাল

0

ছবি: ফেসবুক

তুমি আছো সোনার বাংলায়,

তুমি আছো মনের মণিকোঠায়।

আছো তুমি সুনীল আকাশে,

আছো তুমি স্নিগ্ধ বাংলার বাতাসে।

তুমি তো বাংলার অমর গান,

তুমি তো বাংলার প্রাণ।

টুঙ্গিপাড়ার ছোট্ট খোকা

বাংলার জাতির পিতা,

তুমি বিশ্বের মহান মানুষ

বাংলার মহান নেতা

তুমি আছো হৃদ মাঝারে

নয় বহুদূর,

থাকবে তুমি অনন্তকাল

হয়ে গানের সুর।

তুমি বাংলার গৌরব

সোনার বাংলার প্রতিষ্ঠাতা,

তোমার জন্যই পেয়েছি আজ

বাংলার স্বাধীনতা।

তুমি বাংলার পরিচয় তুমি বাংলার খ্যাতি,

তুমি বাংলার জয়

তুমি বাংলার প্রকৃতি।

বাংলার ভাবনা তুমি

আলোয় আলোকময়,

আছো তুমি বিশ্বজুড়ে

হয়ে গৌরবময়।

তুমি বাংলার সাহসীকতা

তুমি বাংলার প্রাণ,

আমার প্রিয় মানুষ তুমি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।।

লেখক: শিক্ষার্থী, নেত্রকোনা সরকারি কলেজ। 

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন