কবিতা: পাখিগুলোর যেন ভয় নেই: জিয়াউল হক সরকার

0

ছবি: শেখ সুজন আলী

তখন ফিকে হয়ে আসে জীবনের গান

মানুষগুলো হাওয়ার মতো ঘুরতে থাকে

জীবন যেন বজ্রপাত, মানুষগুলো ঝরা পালক

মৃত্যু হয়ে ওঠে কোলাহলযেন ফাগুনের পাতা।

অসহ্য প্রসব বেদনায় ভোগা পৃথিবীটা

আড়মোড়া দিয়ে ওঠে, মেতে ওঠে শৃঙ্গারে

নদীর টেউয়ের মতো কথা বলে প্রকৃতি

বুনোফুলগুলো দলবেঁধে খেলা করে

আকাশ বয়ে চলে অসীম থেকে অসীমে।

পাখিগুলোর যেন ভয় নেই, মৃত্যু নেই

সব ভয় শুধু মানুষগুলোর

আঁধারের ভয়, না পাওয়ার ভয়

হারাবার ভয়, মৃত্যুর ভয়।

ভয় পিছু ছাড়ে না

স্বপ্ন ধরা দেয় না।

তবুও সময়ের বাঁকে বাঁকে

জীবনের প্রক্ষেপণে

মানুষ গেয়ে ওঠে জয়গান

খুঁজে ফিরে অসীমের আঁধার।

সবাই পৌঁছাতে চায়

কোথাও না কোথাও—   

স্বপ্নে, আশায় অথবা কল্পনায়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন