কবিতা: নিষিদ্ধ ভালবাসা: নিবোর্ধ সুদীপ্ত

0

ছবি: শেখ সুজন আলী

                 

হিরোশিমা আর নাগাসাকি, পৃথিবীর নিষিদ্ধ দুটি শহর

ভালবাসার জন্য, প্রেমের জন্য!

যে শহর, বিকলাঙ্গ সন্তান উৎপাদন করে —

সে শহরে ভালবাসা নিষিদ্ধ বৈকি!

তবুও মানুষ ভালবাসে, ভালবাসে স্মৃতি

আর ভালবাসে, হারিয়ে যাওয়া সময়।

আমরা স্মৃতি উড়িয়ে দেই, ধোঁয়া বানিয়ে

আমরা সময় উড়িয়ে দেই, ধোঁয়া বানিয়ে

সময়, স্মৃতি আর ধোঁয়া — এদের কি অদ্ভুত মিল

উড়ে যায়, বয়ে যায় — তবু দাগ রেখে যায়!

কেউ হৃদয়ে, কেউ ফুসফুসে

কেউবা পৃথিবীর মানচিত্রের শেষ সীমান্তে,

কিংবা মহাকালের অতলে ছোট্ট বিন্দুর মত।

মহাকালের কোন কষ্ট নেই!

মহাকালের বুক চিরে,

কত সময় আর স্মৃতি বয়ে গেছে

এদের পদচিহ্নে মহাকাল ক্ষতবিক্ষত।

তবুও মহাকালের কোন কষ্ট নেই

কেননা মহাকালের উৎপত্তি ধোঁয়া থেকে!

তাই কষ্টে আমরা ধোঁয়া উরিয়ে দেই

আর সে ধোঁয়ার দাগ রাখে আমাদের ফুসফুস।

ভাল থেকো সময়, ভাল থেকো স্মৃতি

আর ভাল থেকো ফুসফুসের গন্ধ মেশানো ধোঁয়া।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন