কবিতা: নারী তুমি বিশ্বধারী: সানজিদা আক্তার

1

ছবি: শেখ সুজন আলী

এই পঁচে যাওয়া শরীরের

 ভেতরেই তোমার বাস,

তুমি অন্তরাত্মা।

সাহস রাজ্যে রাণী তুমি

খেই হারানো ত্রাস,

তুমি পথভ্রষ্টা।

হৃদকপাটের মন্ত্র জানা 

তুমিই তো সেই বীর,

তুমি শক্তির আধার।

চঞ্চলা তুমি, বিজলি তুমি

ক্ষণিক থাকো ধীর,

তুমি অশান্ত পাথার।

জ্বালাও পোড়াও ভষ্মো সবি

এই ভূধরের জঞ্জাল,

তুমি অগ্নিফণা।

আশার প্রদীপ নেভাও ফুঁ তে

কর্ম করো উজ্জ্বল,

নও শক্তিহীনা।

লাজের বধূ ঘোমটা খুলে

দাও বিলিয়ে নিজকে,

তুমি ক্লান্তিহীনা।

পূরণ করো মন যা চাহে

বাদ রেখোনা ইচ্ছে,

উঁচে বক্ষসিনা।

নীল সাগরের জোয়ার মেপে

বয়ে যাও হে ভাটা,

তুমি অদম্য।

শুকনো গোলাপ ভান ছেড়ে দাও

হয়ে যাও তার কাঁটা,

তুমি অপ্রতিরোধ্য।

চোখের তলের কাজল তুমি

কালিমা গুলো মুছে,

হবে রূপের দেবী।

কলঙ্ক শুধু চাঁদের আছে

সেই রাখুক আলগোছে,

তুমি সৌভাগ্যের ছবি।

এই পৃথিবী তোমার বুকে

আগলে রাখো তাতে,

তুমি বিশ্বধারী।

একশো হাতের কর্মসাধন

করেছো দুই হাতে,

তোমার পরিচয় নারী।

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন