কবিতা: তাবিজ বিক্রেতা: প্রিন্স চন্দ্র দেবনাথ

0

ছবি: শেখ সুজন আলী

লোকটা শহরের আনাচে কানাচে বিক্রি করে তাবিজ। 

আজ বাসস্ট্যান্ড কাল রেলস্টেশন 

তো পরশু শিশুপার্কের প্রধান ফটক

বেঁচে বেড়ায় সুখী হওয়ার তাবিজ।

এই হরেকরকম তাবিজ আছে

আপনি কি মাথা ব্যথায় ভুগছেন স্বপ্নদোষ;

আপনার স্বামীকে কিংবা স্ত্রীকে বশে রাখতে পারছেন না

চাকরির বাজারে বারবার হয়রানি

ইত্যাদি ইত্যাদি সমস্যায় নিজেকে ব্যর্থ ভাবছেন?

তাহলে আসুন এবং দেখে যান আমাদের তাবিজ।

একশো পার্সেন্ট গ্যারান্টি সহ ব্যবহার করুন 

এবং নিয়ে যান অল্প টাকায় ব্যাগ ভর্তি সুখ।

শহরের লোকেরা তার কাছে আসে তাবিজ কিনে 

সেই টাকায় লোকটার সংসার চলে;

এইভাবে সে সুখ বিক্রি করে খায়।

অথচ তার বোন ডিভোর্সি ঘরে প্যারেলাইজড স্ত্রী 

বেকার ছেলে ছিনতাই করে নেশার টাকা জোগায়

মেয়ের গোপন ভিডিও ছড়িয়ে আছে পৃথিবীর অন্তঃপুরে। 

তবুও লোকটা প্রতিদিন শহরে বের হয়

নানান জায়গায় বিক্রি করে তাবিজ 

আর বলে বেরায় সুখী হওয়ার সহজ কৌশল

“তাবিজ নিবেন তাবিজ”।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন