কবিতা : জীবনের আলো-অন্ধকার : মাহবুব বোরহান

0

ছবি: হীরক মুশফিক

জীবনের সব চেনা অন্ধকারে বাস করে অচেনার এক ধ্রুব আলো ।
বাস করে আলোর গভীরে দাগ হীন কোনো
এক শুভ্র অন্ধকার পলাতক যেনো!
আমাদের আজকের এই অনবদ্য অন্ধকার একদিন ডেকে নেবে
ভোর শিষ দেয়া বিকেলের অনুপম রোদ
আমরাও সেইদিন তুলে নেবো শোধ!
দুঃখের মূল্যতো নয় শুধু অশ্রুপাত বজ্রপাতেও থাকে না
শুধুই বিনাশ আমাদের দরকারি-দরকার হীন
কথাগুলো কোনোদিন হবে না বিলীন!
মাঘেই জানো তো সব শেষ নয় ঘ্রাণময় ফাল্গুনের আছে আহ্বান
বসন্তের ফুলেরাও ফেলে দীর্ঘশ্বাস
মেঘভারে ডুবে গেলে দক্ষিণ আকাশ!

লেখক: শিক্ষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন