ছড়া : কবি নজরুল : নাজমুল আলম চৌধুরী

1

ছবি: আসিফ ইকবাল আরিফ

দ্রোহের কবি সাম্যের কবি
বাংলার বুলবুল
ভালোবাসায় সিক্ত মোদের
কবি নজরুল।
 
মহকুমা আসানসোলের
চুরুলিয়া গ্রাম
শিশুকালে মাতৃভূমে
পায়নি সঠিক দাম।
 
মধুর সুরে বাজায় বাঁশি
বটের ছায়ায় বসি
গান শুনে তার পাগলপারা
মুগ্ধ রবি শশী।
 
গল্প কথা গান কবিতা
জাগায় প্রাণে দোলা
লেটোর দলে পালার আসর
যায় না তো সে ভোলা।
 
উপন্যাসের পাতায় পাতায়
সুখ ও দুঃখের স্মৃতি
বিষের বাঁশি অগ্নিবীণা
লিখেন হাজার গীতি।
 
দোলনচাঁপা, ভাঙার গাণ আর
হামদ নাথ নাটক
আনন্দময়ীর আগমন লিখে
হয়েছিলেন আটক।
 
যুগে যুগে এমন কবি
আসবে কি আর ফিরে?
বিশ্ববাসি স্তুতি করে
এই কবিকে ঘিরে।
 
লেখক: কবি ও ছড়াকার, ময়মনসিংহ। 

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন