কবিতা : আমি মানুষ : সোহেল রানা

0

ছবি: আসিফ ইকবাল আরিফ

কাকে দোষ দেব আমি, যখন দেখি
গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে,
নিষ্পাপ শিশুর লাশ ভেসে আসছে জলে,
কাকে দোষ দেব আমি, যখন দেখি
সন্তানহারা বিধবা মায়ের আর্তচিৎকার,
লাঞ্চিত বোনের উলঙ্গ বিভৎস চেহারা,
কাকে দোষ দেব আমি, যখন দেখি
পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে মানুষকে,
গরুর মতো জবাই করা হচ্ছে মানবতাকে,
কাকে দোষ দেব আমি, যখন দেখি
জাগ্রত পৃথিবী অবাক তাকিয়ে রয়,
কাকে দোষ দেব আমি
কাকে অভিশাপ দেব,
আমি অবাক, আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত
আমি ভাবতে পরিনা,
আমি ভাবতে পারিনা
আমি মানুষ, আমি মানুষ।

লেখক: শিক্ষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন