কবিতা: আমি কি ভালবাসার মর্ম বুঝি না?: বিশ্বজিৎ বিশ্বাস বাপ্পী

0

ছবি: নাহিদুল ইসলাম

আইজকা ম্যালা বছর হইল;
দাঁড়ি-গোঁফে পাঁক ধরল,
আর গেরামে যাই না।
আইচ্ছা তোমার বাড়ির মন্দিরডা কি এহনও আগের মতন আছে?
এহনও কি আগের মতন প্রতিবার পূজা অয়?
একবার তুমি লাল শাড়ি আর আমি একখান সাদা রঙের পাঞ্জাবি পড়ছিলাম।
আমি যে কুচমুচ পাঞ্জাবি আর দেরি কইরা গেছিলাম তুমি না কতই রাগ করছিলা!
এহনও কি ওমনি রাগ কর ভিনদেশী শিক্ষিত বেডার লগে?
 
পূজাত তখন কত মানসিতই না করছিলাম, 
কই! আমরা কি এক হইবার পারলাম? 
জানো? অহন আর একলা বইয়া বইয়া কান্দি না।
তুমি সুহে আছ এইডা ভাইবাই ভালা আছি।
 
এহন গেরামের আর মায়া নাই!
থাকবই বা ক্যামনে যেহানে তুমি নাই।
বেহেই কইছিন একখান বিয়া কইরা সংসার করতে,
ক্যামনে বিয়া করি কও?
আমি তো মনে মনে তোমারেই বিয়া করছিলাম।
আমার দিলে তো তুমিই আছিলা রাজকইন্যা।
আমি না হয় শিক্ষিত না, আমি না হয় শহুরের সুন্দর ভাষায় কথা কইবার পারিনা, 
তয়, আমি কি ভালবাসার মর্ম বুঝি না কও?...

লেখক: শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন