ওজিয়াস মানিক ।। দুটি কবিতা

0
ছবি : শেখ সুজন আলী
 
 স্বপ্ন
 
 নিঃসঙ্গতার ব্যবচ্ছেদে স্বপ্ন অনেকটা হাসি-কান্নার রোমান্টিসিজম! 
 বিভক্ত জোয়ারে 
 মগজের ভেতরে কয়েক স্তর মৃত্যুর নৃত্য...
 জ্যামিতিক হিসেবে দাঁড় করিয়ে রাখে।
 জীবন গানে জ্যোৎস্নার আলো 
 কুয়াশার চশমায় বাঁধানো, 
 স্রোতে ভাসা রহস্যঘন চাঁদটাই হয়ত আমার স্বপ্ন!
  
 জবরদখল
 
 মনগড়া আত্মার রক্ষক মাদুলি বিছিয়ে অধিকৃত  করেছো আমার আস্তিনের পাজর!
 পাঞ্জার কফিনে নিঃশব্দ তোমার কান্নার শব্দ আমি চূর্ণবর্ণে শুনতে পাই!
 মন্ত্রের মতো তোমার অধিকারপত্র
 আমি পাঠ করি 
 ঠাঁই খুঁজি দাখিলা নামখারিজের অধিকারে! 
 তোমার দ্বিতীয় আত্মার দখলে আমি কেবল সমাধিভূমির মতো হয়তো কবরস্থ হয়ে যাচ্ছি বারবার।
 দাফন করো অতীত 
 দাফন করো খোঁপায় সযত্নে রাখা তোমার আয়ুর্বেদিক দলিল!  
লেখক: শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন