আব্দুল্লাহ আল মুক্তাদির’র তিনটি কবিতা

0

আর্টওয়ার্ক: নগরবাসী বর্মন

দূর-বৃত্ত

তোমাকে এনে ডুবিয়ে দিলাম জলে
শূন্য বাজার, মাঠের পাগল ঘাসের দিকে
গড়িয়ে পড়া ছায়া আমার কাঁপিয়ে
যখন শাসন করতে শীত এলো
তোমাকে আমি রোদের নিচে আস্তেধীরে ছড়িয়ে দিলাম
পুরো বছর পায়ে পায়ে ছাই
শহরের পাথর হাওয়ায় ধুলার দাপট
বন্ধ দোকান, আগুন আগুন ঘর
তোমাকে আমি ভয়ের স্রোতে খবর ভেবে ভাসিয়ে দিলাম
দুর্দশার অন্তত দুই বসন্ত পর
দুর্যোগ শেষে আরও দুই মাঘ পেরিয়ে গেলে
তোমাকে এবার মনমাতানো মারিউয়ানায় উড়িয়ে দিলাম

বৃষ্টির এপ্রিল

বাবার নাম গন্ধ মাখা কালো সাইকেল
খালের তৃষ্ণা মাটির বুকে বৃষ্টির এপ্রিল
আমি ভুল পায়ে এতদূর, হাতে এক জোড়া হাত
আমাদের প্রথম চুমু আমি চিন্তায় চিৎকারে
ভাসিয়ে দিচ্ছি, মনের ভেতর ভয়
মায়ের চোখে যদি আগুন দেখি ঘরে ফেরার পর
তোমার আমার ভেজা গায়ে যদি হঠাৎ রোদ নেমে আসে

ঘুম

ফিরে যাই কুয়াশার রাজপথে
শীতের অভিশাপেই বোধহয়
আজকাল আমাদের ঘুমগুলো আর ভাঙেনা
চলে যাই কুয়াশার হাসপাতালে
শীতের অভিযোগেই হয়তো
মরে গ’লে স্বপ্নে তলিয়ে গেলেও
এখন আর কখনও ঘুম আসে না

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন