রেজা কামাল ।। কবিতা ।। মূর্খের পাল

1
ছবি: মারকনী আরাফাত
 
 ওরে মাতাল!
 ধর্ম বড় কে শেখাল?
 শেখাল, মানুষ আবাল!
 নিজের বিবেক বন্ধক দিয়ে
 অধর্মরে সঙ্গে নিয়ে
 সেজেছিস বড় মাকাল।
 ধর্মের দ্বন্দ্বে মানুষ মারা!
 কোন ধর্মে আছে ইশারা?
 যতসব মূর্খের পাল।
  
 ভারত, চীন, মায়ানমারে
 পশ্চিমা ও ইহুদীর তরে
 যত মরে মুসলমান;
 একই জেরে ক্ষোভের তোড়ে
 সংখ্যাগুরু মুসলিমরাও মারে
 হিন্দু, বৌদ্ধ বা খ্রিষ্টান।
  
 ওরে অধম শোনিসনি ডাক
 ভিতরে সবার সমান রাঙ্গা,
 কোন ধর্মে শিখায় তোরে
 বাঁধাতে মানবে দাঙ্গা?
 সকল ধর্মই দেখায় শান্তি
 তাতেই কর দিন-গুজরান,
 মানুষ হলো সেরা জীব
 ধর্ম গ্রন্থে আছে সে বয়ান।

 আসল সত্য মানুষ সত্য 
 তার উপরে জগতে নাই,
 সকল ধর্মেই ঈশ্বর সত্য
 তবুও কেন বাঁধছে লড়াই? 
 ধর্মই যদি বড় হবে
 একই ভূমে কেন সবে?
 ভিন্ন ভিন্ন ধর্মগ্রহ হতো দরকার।
 তোমার আমার অধিকর্তা
 তিনি কিন্তু করেননি তা
 কোন বার্তা পাচ্ছ কী তার? 

লেখক: শিক্ষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। 

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন