রেজাউল কবির।। কবিতা।। কাব্যের অলিখিত প্রয়াস

4

আর্টওয়ার্ক: নগরবাসী বর্মন

লোহার মরিচিকার মত ঝলসানো অনুভূতি নিয়ে বসে থাকি অবচেতন মনে,
পাইনা খুঁজে মাথা গুঁজানোর রংধনু মাখানো নির্মল নিষ্পাপ নীড়।
আজ কিছুর স্বাদ সৌন্দর্য বুঝতে পারি না,
বন্ধু স্বজন চিৎকার করে ডাকে তবুও আমার কর্ণ অলসতার ছোয়া পেয়ে নির্বিকার। 
আমি বুঝতে পারি না তবুও বুঝতে পারে স্বজন সমাজ দেশ,
আমি আর পূর্বেকার মত নেই।
আমার পরিবর্তন অনস্বীকার্য 
এখানে কোন বৈষম্য থাকার নয়,
বৈষম্য তৈরির চেষ্টা আমাকে দিয়েছে শুধুই আক্ষেপ।
এ আক্ষেপ আমি চাই না তবুও জোরের উপর চাপানো হয়েছে মস্তকে, 
নীরব অতিথি বেশে থাকি বসে করতে পারি না চিৎকার। 
চিৎকার কাম্য নয় বৈকি
কারন এ চিৎকার যে মনুষ্য সৃষ্ট নহে,
এ যে কাব্যের অলিখিত প্রয়াস।

4 মন্তব্যগুলো

  1. লিখে ফেলুন যত সুর
    আপনার হৃদয়ে বাঁজিছে নিপুণ।

    গেয়ে যান সে গান
    যে গানে ভরে যায়, যেমনে নাচে মহুয়ার তান।

    শুভকামনা রইল আপনার জন্য। দোয়া করবেন যেন আপনাদের থেকে শিখতে পারি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন