রাসেল আহমেদ মাসুম এর দুইটি ছড়া

1

ছবি: শেখ সুজন আলী

পাথর চাপা বুক

বুকের উপর দিলাম পাথর চাপা
দু্ঃখগুলো থাক সেখানে ঢাকা।
নাই বা তুমি জানলে না সেই জ্বালা
দুখীর গলায় থাক না দুখের মালা।
তৃষার জ্বালা চাতক পাখির বুকে
বুঝবে কে সে? যে জন থাকে সুখে।
পাথর চাপা ঘাসের মনের কথা
ভাঙ্গবে না সে তোমার নীরবতা।
এই জগতে তুমিই থাকো সুখে
হাসবো আমি পাথর চাপা বুকে।

শিশিরের কান্না

জানি তুমি দেখবে না গোলাপের পাপড়িতে
শিশিরের ঝরে পড়া কান্না।
গোলাপের মুগ্ধতা হৃদয়ে তোমার বহতা নদী হয়ে
কিনারে ছড়িয়ে যাবে পান্না।
আলেয়ার আধোছায়া বেদনার নীলাকাশে
পাবে না সে স্বপ্নের দিশারী,
গোলাপের রং মেখে, নিজেকে উজাড় করে
শিশিরতো জানে না ঝরাতে বারি।
জানি তুমি দেখবে না গোলাপের পাপড়িতে
শিশিরের ভুলে থাকা বেদনা,
গোলাপের রং মেখে প্রাণ খুলে হেসে যাও
শিশিরের কান্নায় কেঁদো না।

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন