যুবাইয়া পুষ্প ।। কবিতা ।। লাভ এ্যাট ফার্স্ট সাইট

3
ছবি: শেখ সুজন আলী
 
 অনুকাব্যের প্রেমে পড়েছি এক। 
 নিতান্তই ছোট যার পরিসর, 
 চার লাইনের তীক্ষ্ণ গড়নাঙ্গী 
 রূপ যেনো ঝলসে ফেলা অগ্নি
 সচ্ছল আর সরল তার প্রকাশভঙ্গি 
 কঠিন জৌলুশ যেনো ভ্রমর কৃষ্ণাঙ্গী।
 গতি যেনো হ্রদের বুকের পানি
 স্বল্প কথায় হাজার কথার ফুলঝুরি।
 স্বর তার বাঁকা বুলির ছন্দ 
 কটাক্ষের বান যেনো গরল মৃদুমন্দ।
 আঙ্গিকে ঠিক চিকন বেনীর ফিতে,
 বাঁধনে অষ্টাদশীর অঙ্গ। 
লেখক: শিক্ষার্থী,  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।  

3 মন্তব্যগুলো

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন