মুহাম্মদ জসীম উদ্দিন ।। কবিতা ।। আক্ষেপ

0
আর্টওয়ার্ক: রাশেদ সুখন
 
 আমি সত্যকে খুব কাছ থেকে দেখে তাকে সহ্য করতে পারিনি,
 আমি মিথ্যার আদলে বসবাস করে দেখেছি সেখানে শান্তি পাইনি।
 আমি মানুষ হয়ে জন্ম নিয়েও মানুষকে ভালোবাসতে পারিনি,
 আমি পশু হয়ে পশুর পাশে থেকেও তার আর আমার মাঝে পার্থক্য খুঁজে পাইনি।
 আমি যৌনতা ছাড়া ভালোবাসা দেখিনি,
 অথচ আমি ভালোবাসাহীন যৌনাচারনে আত্মতৃপ্তি পাইনি।
 আমি বিত্তহীন হয়ে জন্ম নিয়ে পৃথিবীর ভালোবাসা পাইনি,
 আমি বিত্তশালী হয়ে জন্মে দেখেছি মানুষকে মানুষ ভাবতে পারিনি।
 আমি নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে বড় হতে গিয়ে, মহৎ হয়ে উঠিনি,
 আমি মাটি হতে জন্ম নিয়েও তার সাথে বন্ধুত্ব করতে পারিনি।
 আমি জীবনের বিলাসিতায় জীবন উৎসর্গ করে নিজেকে উপভোগ করতে পারিনি,
 আমি ঈশ্বরের তরে নিজেকে বিলিয়ে দিতে চেয়েও সেথায় নিজেকে ধরে রাখতে পারিনি।
 আমি মানুষ হবো বলে মানুষ খুঁজতে গিয়ে মানুষের সন্ধান পাইনি,
 আমি পাগল হয়ে বেঁচে আছি মানুষ হতে পারিনি। 
লেখক: শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।  

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন