প্রিন্স চন্দ্র দেবনাথ ।। কবিতা ।। এক শলা সিগারেট

1
ছবি: ফারিনা আহমেদ

 যদি আমি সুযোগ পাই এক শলা সিগারেটের বিনিময়ে বিক্রি করে দিতে পারি রাষ্ট্র 
 রাষ্ট্রের সফলতা কিংবা ব্যর্থতা নিয়ে তেমন মাথাব্যথা  আমার নেই 
 আমি কবি আমি মাতাল আমি উন্মাদ অতএব আমাকে বিশ্বাস করা কঠিন।
 
 তোমরা যতো পারো করো গমচুরি ভোটচুরি জোচ্চুরি
 দেশের প্রধান রিজার্ভ ব্যাংকও যদি করে নাও লুটপাট
 আমার তাতে কিছুই যায় আসে না।
 বিনিময়ে আমাকে দিয়ো এক শলা সিগারেট।
 আমি সব দেখেও না দেখার ভান ধরে পড়ে থাকবো। 
 সিগারেটের সাদা ধোঁয়ার গুলতি বানিয়ে উড়িয়ে দিবো, 
 ভুলে যাবো তোমাদের সব জোচ্চুরি। প্রতিবাদ করবো না।
  
 ডাকবো না কোন হরতাল অবরোধ কিংবা 
 গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে বলবো না,
 "এই রাষ্ট্র  চুরি হয়ে গ্যাছে,এই দেশে কাকের বাসায় কোকিলের আধিপত্য বেড়েছে। "
 কারণ আমি কবি আমি মাতাল আমি উন্মাদ 
 তাই আমার কাছে রাষ্ট্রের চেয়ে সিগারেটের দাম বেশি।  
লেখক: শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন