নিশাত আনজুম।। কবিতা।। শ্যাওলা

0

আর্টওয়ার্ক: নগরবাসী বর্মন

পুরানো জীর্ণ শীর্ণ রঙচটা দেয়ালে
জমে থাকা সবুজ শ্যাওলার
একচ্ছত্র আস্তরণ আমি!
লতা-পাতা ,ঘাস জন্মে 
আমার স্বাধীনতার ওপর বিস্তৃত হয়ে 
শাসন করে ,বিরাজমান তুমি।
আমি তুমির মিশ্রণে
আমাদের গল্প ।
সবুজ শ্যাওলার উপর ঠাঁই পেয়ে 
একটু একটু করে ধাবিত হয়,
কখনো বৃষ্টি আসে রোদ্দুর আসে
কখনো রাতের অন্ধকার 
নিয়ে আসে ভয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন