ড. সেকেন্দার আলি সেখ ।। ছড়া ।। মায়ের টানে― ভাষার টানে

0
ছবি: মারকনী আরাফাত
 
 মায়ের টানে ভাষার গানে শিশুর মুখে ছন্দতান
 ফুলের মতো ছড়িয়ে পড়ে নরমঠোঁটে ভাষার গান
 জন্ম থেকে মায়ের ভাষায় শিশুর বুকে ভালোবাসা
 ভাষার গানে মাতৃভাষায় প্রাণ ফিরে পায় সব আশা। 
  
  ভাষার গানে সূর্য ওঠে ভাটিয়ালি গায় সব মাঝি
  মায়ের ভাষার রাখতে মান তরুনেরা আজও রাজি
 একুশ তাদের রক্ত-শিরায় জোয়ার তোলে সব মনে
 ভাষার গানে― হৃদের টানে দুঃখ-সুখের জাল বোনে। 
  
  মায়ের ভাষা মাতৃভাষা, মায়ের বুলি ভাষার গান
 বাংলা ভাষার প্রেমের টানে ভরে ওঠে সবার প্রাণ
 মাতৃভাষার অধিকারে হাত বাড়ালে ঝরে আগুন
 শহীদ হয়ে সালাম বরকত দেখায় দিশা,সব জাগুন। 
  
 ভাষার গানে বাঁচবে মা, বাঁচবে জাতির পরিচিতি
 বাংলা ভাষা জোগায় সাহস, দেয় কাটিয়ে সব ভীতি
 ভাষাতে- ডাকে পাখি, হাঁকে শ্রমিক,কচিমুখে মিষ্টিগান
 বাংলা ভাষায় লুকিয়ে আছে সব শহীদের অমরগান। 
লেখক: জাতীয় পুরস্কারপ্রাপ্ত ভারতীয় শিশু সাহিত্যিক
অধ্যক্ষ: সুন্দরবন বি এড কলেজ
গোবিন্দপুর,পো - ভাত হেড়িয়া, থানা - ফলতা, 
দক্ষিণ ২৪ পরগণা, পিন  ৭৪৩৫০৩
পশ্চিমবঙ্গ, ভারত
ফোন - 7872675842

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন