ছড়া: আহ্বান : রবিন আল-আমিন

1

ছবি: শেখ সুজন আলী

আয় শিশু, সখা-সই সুন্দর হই-
অন্তর-পাড়ে আয়, অন্তর ল’ই।
যে বেলায় নাই ধন, মন নাই প্রাণময়-
অবেলায় অখেলায়! একেলায় খেলা হয়?
আয় করি আঁকা-আঁকি, ছোটাছুটি, ডাকাডাকি-
বাদলায়-রোদেলায় কাদা, ধুলি মাখামাখি।
আয় শিখি হাসা কাঁদা-
ভাত রাঁধা চুল বাঁধা,
আর শিখি ভালোবাসা- সুন্দর ভাষা, সুন্দরে বাঁচা।
তুই, মুই দুই জনে বিসর্জনে সাজি চল-
মন্দের ধড়, শির রেখে জুতোর তল-
‘সদা সত্য বল’।
 
লেখক: কবি ও ছড়াকার, ঢাকা। 
 
 

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন