কবিতা: স্বভাব: তাপস বিশ্বাস

0

ছবি: শেখ সুজন আলী

স্ব-ভাব যাবেনা মলে , যে যা বলে
তোমাকে ছাড় দেবেনা সংসার
তোমাকে দেবেনা ছাড় সন্তান
তোমাকে ছাড় দেবেনা পরিবার
পড়তে পড়তে বাঁচো , আর
বাঁচতে বাঁচতে পড়ো
যেভাবে পারো তুমি করো
পাতে ভাত চাই , তাই
নিজেকে যতো পারো ছাড়ো
ঢিল দিতে দিতে ছক্কাপাঞ্জা
ছাড়তে ছাড়তে সুতো…
লাটাইয়ের শেষধারে এলে
নিজেকে বহেমিয়ান মনে হতে পারে
মনে হতে পারে বেজায় প্রতিভাবান
মনে হতে পারে প্রতিভা মেজে ঘষে ঘষে
টলে গিয়ে , খানিক দাঁড়াতেও পারো
আর যারা মনে করে , দেখো কোনো হুঁশ নেই !
সাত চড়ে রা কাড়ে না, কোনো ফোঁশ নেই
ভোঁশ ভোঁশ করে ছড়িয়েছ চাঁদু !  এবার গোটাও ?
ছিপ খেলিয়ে মাছ ধরা চাই, টাকা লোটাও। 

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন