কবিতা: মহাজনী প্রেম: মাসুদুল মান্নান

0

ছবি: শেখ সুজন আলী

আজকাল বড্ড ইচ্ছে হয়

শেষ রাত্রিরে আচমকা ভেঙে গেলে ঘুম,

ইঁদুরের আটার রুটি খেয়ে সটান শুয়ে থাকি তার পাশে

না হয় চেপে বসি কোন দূরগামী ট্রেনে, আধ-পথে নেমে যাই দু’বগির মাঝে।

তবু দেখে নিতে চাই, সব সুখ তার যেন ছোঁয়াচে রোগের মতো

ছড়িয়েছে চারদিকে সর্ষে হলুদ খামে।

পৃথিবী জানুক নীল বিষাদ বলে কভু ছিল না তো কিছু, মেকি সব!

প্রেমকে মেপেছে সে পাল্লায়, কিলোগ্রামে।

অবহেলা নয়

অবিশ্বাস চুপিচুপি হৃদয় ফুঁড়ে গেলে অগোচরে

দ্বিধান্বিতা প্রেমিকার নতমুখ পুরুষেরা নেয় একটু পরখ করে।

বোধাতীত ছিল মতিগতি, আজ বুঝি কার কিসে এত ঝোঁক!

চাই তবু, দশ দিগন্ত জুড়ে তার জীবনে বসন্ত আসুক।

দেউলিয়া আমি প্রায়!

সস্তায় ছেড়ে সব স্বপ্ন, ঘুম

যার দুঃখ চিরকাল কিনে গেছি চড়া দামে

সে দেখি এখন ব্যস্ত ভীষণ-

কারো মহাজনী প্রেমে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন