কবিতা: বিশ্ববন্ধু: রাজা জলিল

1

ছবি: ফেসবুক

যতই জানি আমি হই মুগ্ধ, বিস্মিত

তুমি শুধু নেতা নও, যেন মহামানব

কত সাদামাটা, কত সহজ-সরল,

দৃঢ়চেতা, শত্রুপক্ষের সাক্ষাৎ দানব।

সুঠাম, নির্ভীক, বজ্র কঠিন কণ্ঠ

উজ্জীবিত সাড়ে সাত কোটি প্রাণ

দূরদর্শী, অকুতোভয়, আপোষহীন

তুমি শিল্পী, শোনালে বিজয়ের গান।

বাঙালি জাতির মহান স্থপতি

ত্যাগ-তিতিক্ষা, আদর্শে ভাস্বর

আত্মমর্যাদায় হিমালয় সমান

চেতনায় তুমি চির অবিনশ্বর।

জেল জুলুম, নিপীড়ন, অত্যাচার

সংগ্রামী জীবনের নিয়মিত পাঠ

তুমি দুর্বার, খরস্রোতা, অদম্য সাহসী

নহে পিছপা রাজনীতির তপ্ত মাঠ।

বায়ান্ন, ছেষট্টি, ঊনসত্তর, একাত্তর

স্বাধীনচেতা জনতার অগ্রভাগে

আদর্শ প্রতিষ্ঠায় ত্যাগ, সংগ্রাম,

প্রতিবাদ মিছিলে সবার আগে।

উঁচু তর্জনী, অগ্নিঝরা অমর বাণী

ইস্পাতকঠিন আদর্শে সদা অম্লান

রোগ শোক, শত কষ্ট, প্রচণ্ড চাপ

বিচ্যুত নহে রক্ষিতে দেশের মান।

পৃথিবী বিভক্ত শোষক আর শোষিতে

অবলীলায় চলে গেলে শোষিতের পক্ষে

বিশ্ববন্ধু হয়ে আবির্ভূত হলে ধরনীতে

অগণিত নির্যাতিত নিপীড়িত জনসমক্ষে।

হে মহান, হে মোর আদর্শ সংগ্রামী সত্ত্বা

রবে চিরকাল বীর বাঙালির চেতনায়

লহ কুর্নিশ, লহ হাজার কোটি সালাম

হে মৃত্যুঞ্জয়ী, সতত স্মরণ করি তোমায়।

লেখক: ট্রেজারার, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি।

১টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন