কবিতা: পথ ও ফুল: রবিন আল-আমিন

0

ছবি: শেখ সুজন আলী

ও বনের ফুল, নিষ্প্রাণ পথে সুঘ্রাণ ছেড়ে কোরোনা এহেন ভুল!

যে পথে থেকেছ, কতকে ডেকেছ শুনেছে সকলে, ফেরেনা 

বহতা ঢেউ!

ও রুপ-গন্ধে খাঁই সকলেই,

মূল্য জানেনা কেউ।

পথের বালিতে চিৎকার কত! পথ-নারী-শিশুদের

দেদারে এধারে বিলাসিতা ঐ  হরিলুটেরার বংশ, ধন-কুবের।

এখানে ওখানে রক্তের-সিঁথি ভূখা, 

বিধবার অশ্রু-দীঘির ঢল—

ঠায় এখানেই উল্লাসে কারা, পশু-অসুরের দল?

আঁধারে এখানে দোযখের পিঁড়ি আসন পাতেন 

দ্বৈত পিশাচ-পিতা!

শয়তান-সূত ও মানুষ-ভূত মিলেমিশে ভাই, মিতা।

কত কুমারির সম্ভ্রম ছেঁড়া, কত যুবকের গুম,

বেজন্মা যত শুকর-কুকুরে শিকারের মৌসুম।

তবুও এপথে- সরল চতুর দ্বৈরথ চলে, 

পিচের কৃত্যকলে।

বহু পথিকের বুকভাঙা পায়ে 

গেঁথেছি এই সরণি,

ভাই-দিদিদের ক্লান্তির ঘামে 

ধুয়েছি এমনি, হেন ধন্য ধরণী।

ও ফুল মূল্য সাধ্যের হলে সেবিতাম তব, 

তব সৌরভ, রঙ-রুপ-ছটা

ছড়িয়ে ভরিয়ে দাও অবনির কায়।

মানুষের নিরে মনুষ্য বীরে ভরে যাক ভাব স্নেহ-ভালোবাসায়।

মানুষ মুক্তি পাক, 

পাপ-তাপ মুছে যাক, মুছে যাক।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন