কবিতা: নীল জলের আলো: রোকসানা আকতার

0

ছবি: নাহিদুল ইসলাম

চলো ঠিক সেখানে ‍যাই,
জলের ঢেউ যেখানে আছড়ে পড়ে
আঙুলের ভাঁজে ভাঁজে,
অজস্র কুয়াশা মাখানো গাছ
পাতায় পাতায় হাওয়া দোলে।
 
চলো বরং সেখানে যাই,
চোখ বন্ধ হলে নীরব শীতল
মখমলের চাদর জড়িয়ে ধরে।
শতসহস্র জোনাকির দল আলো আঁধারে
রাঙিয়ে যায় চারপাশ,
হাজার বছর পর যেন নিদ্রাহীন চোখ জোড়া
নীল জলের গভীরে দেয় ডুব।
চলো সেখানে যাই।
 
যাবে তুমি? যাবে না?
নাইবা যদি চলো তুমি
তবে সকল কথা ফিরিয়ে না্ও,
সময়গুলো ফিরিয়ে দাও,
কখার খেলা আর কতশত।
 
তবে, নেমে এসো রাজ্যের নিদ্রাদেবী
যে দেশে চোখ বেয়ে নামে শীতল আঁধার
সে দেশে নিয়ে চলো,
সাথী না হও যদি রাখবনা অভিযোগ।
একাই চলবো…
  

লেখক: এমফিল গবেষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন