কবিতা: জেগে থাকে টুঙ্গিপাড়া: তপন বাগচী

0

ছবি: শেখ সুজন আলী

বারাসিয়া পাড় থেকে উঠে এসে তুমি এক কোমল কিশোর ধরেছ দেশের হাল, স্বহস্তে গড়েছ তুমি রক্তিম সবুজ তোমার নামেই আজ পাখির কূজন হয়, নামে নম্র ভোর তোমার সোনার নায়ে খাটিয়েছি শান্তিরঙা পাল চতুর্ভুজ। বন্ধু মেনে, নেতা মেনে, কণ্ঠে তুলে নিই প্রিয় জয়বাংলা-ধ্বনি সবুজ জমিনে লাল বৃত্তে দেখি জনকের সুপবিত্র মুখ দূরে কিছু শেয়ালের হাঁক দেখে মনে হয় পুবের অশনি বাঙালি জাতির পিতা, রক্ষানিধি, ঝঞ্ঝা-বাত্যা যতই আসুক। মেনেছ বীরের মৃত্যু, পৃথিবী শ্রদ্ধায় আজ নত উদগ্রীব বিশ্বমান্য বঙ্গবন্ধু অনন্তের চিরসঙ্গী যুগোত্তীর্ণ ত্রাতা জাতিরাষ্ট্র-স্রষ্টা হয়ে জগতের শুত্রু-মিত্র সবার মুজিব জেগে থাকে টুঙ্গিপাড়া, কবির কলম আর শতপৃষ্ঠা খাতা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন