কবিতা : আষাঢ় : সাব্বির রেজা

0

ছবি: হীরক মুশফিক

মনের ঘরের কড়া নেড়ে,
আষাঢ় এসে বললো ডেকে;
এই ছেলেটা মনের ঘরের কপাট খুলে দেখনা চেয়ে,
তোর আঙিনায় বৃষ্টি ভেজা মাধবীলতা,
আদুল গায়ে কেমন করে দুলছে দো-দুল?
এই বোকাটা, মনের আগল জলদি খুলে –
দাঁড়া এবার বাইরে এসে, দেখনা চেয়ে,
মেঘ বালিকা- বিজলী মিলে –
কেমনে দুজন বাজাচ্ছে খোল –
তাক ধিনা ধিন - তাক ধিনা ধিন - ধিন।
দুচোখ মেলে দেখনা চেয়ে –
মেঘ-বৃষ্টি কেমন করে নাচছে দুজন –
মেঘ বালিকার সাথে সাথে
পায়ে পায়ে পা-মিলিয়ে
তোর বাসাটার উঠোন জুড়ে?
জৈষ্ঠ্য আমায় বললো ডেকে, কানে কানে –
এই ছেলেটা ভক্ত তোমার –
ঘুম ভাঙিয়ে জলদি তোল
এই ছেলেটা জলদি ওঠ!
মেঘ-বৃষ্টির নৃত্য দেখ –
কেমনে নাচে বাংলাদেশের ঢোলের তালে,
সিক্ত চুলে উদোম গায়ে বৃষ্টি নাচে মাতছে দুজন?
দেখনা চেয়ে-দুচোখ মেলে-
তোর আঙিনার ঘাস ফুলেরা –
কেমনে চেয়ে নৃত্য দেখে
বিজলী মেঘের খেমটা নাচের দৃশ্য দেখে,
দুচোখভরে-
মিষ্টি মেয়ে মাধবীটা -উঠোন জুড়ে দাঁড়িয়ে আছে –
উদোম গায়ে-বৃষ্টি মেখে
গলায় পড়ে বৃষ্টি জলের মুক্ত মালা-
খোঁপায় পড়ে বৃষ্টি ফুল-
এই ছেলেটা, জলদি উঠে দরজা খোল– দেখনা চেয়ে,
মেঘ বালিকা-বিজলী মেয়ে–
সারা গায়ে বৃষ্টি মেখে-কেমনে দুজন!
নাচছে নাচন- তোর বাসাটার উঠোন জুড়ে।

লেখক:কবি ও ছড়াকার, ত্রিশাল, ময়মনসিংহ। 
 

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন