আর্টওয়ার্ক : দিদারুল লিমন ভাষার মিছিলে সৈনিক আমি, কবিতার মিছিলে কবি। বর্ণমালার রঙিন রূপে আঁকছি, দেশের ছবি। কখনো বা ঝরছে দ্রোহ আমার কাব্যস্বরে, ফিরছি ঘরে আবার আমি সন্ধ্যা প্রদীপ জ্বেলে। রক্তঝরা ২১ নিয়ে গাইছি ভাষার গান, ৭১ এর বিজয় আমায় দিয়েছে সম্মান। আবার আমি ছন্দ খুঁজি কৃষিজীবীর ঘরে, সবুজ মাঠে লড়ছে তারা হাজার বছর ধরে। রোদ্র তেজে পুড়ছে তারা বৃষ্টি জলে ভিজে, উষর মাঠে ফসল ফলায় পায় না খেতে নিজে। অনিয়মের নষ্টামি আজ বাড়ছে প্রতিদিন, থাকছি তবু আমার পথে থাকবো দ্বিধাহীন। আমার কলম ছন্দহীন আজ- তবুও আমি কবি। বর্ণমালার রঙিন রূপে আঁকবো দেশের ছবি। ভালো না হোক;হোক সেটা ভুল! লিখবো ততদিন, ছন্দহীন এই কবির আশা বাঁচবে যত দিন।
চৈত্র সংখ্যা ১৪২৭- প্রথম-বর্ষ-তৃতীয়-সংখ্যা এ.এইচ.এম. ফয়সাল ।। কবিতা ।। ছন্দহীন কবির প্রত্যাশা
খুব ভালো লাগলো পড়ে
সামনে এগিয়ে যান দোয়া ও শুভ কামনা রইল
ধন্যবাদ।
ইনশাআল্লাহ্ এগিয়ে যেতে চাই।
আমারও খুব ভালো লাগলো পড়ে
সামনে এগিয়ে যাও দোয়া ও শুভ কামনা রইল।
ধন্যবাদ আমার প্রিয় ভাই,ছোটবেলার খেলার বন্ধু,সাথী রাসেল।
দোয়া করিও সামনে আরও ভালো কিছু করে এগিয়ে যাওয়ার জন্য।
সর্বোপরি তোমাদের এই সমর্থন আমার অবলম্বন হিসেবে ধরে নিয়ে সামনে এগিয়ে চলা।