অদিতি সরকার || কবিতা ।। আমি নারী

0
 আমি নারী, আমি মহীয়সী 
 অর্ধাঙ্গিনী  তোমার, আমি প্রেয়সী। 
 উদর চিরে নতুন প্রাণ আনি, 
 আমি জননী। 
 আমি নির্ঘুম চোখে  মানিকের  লাগি 
 এনে দেই গীত ঘুমপাড়ানি।  
 আমি বিশ্বাসমাখা মাতৃকোল।
  
 আমি পিতার স্নেহের  রাজকুমারী, 
 ভেবো না আমারে দাসী। 
 নিজ গুনে, নিজ মায়ায় 
 তোমার ঘরকন্না করি।
  
 আমি নারী, আমি বিদ্রোহী  কবিতা, 
 মুকুন্দরামের  চণ্ডীমঙ্গল  কাব্যে  চন্ডী মহিমা।
 আমি নারী 
 হ্যাঁ আমিই কালী, আমিই  দূর্গা। 
 লক্ষ্মী ঘটের লক্ষ্মী প্রতিমা। 
  
 আমি  প্রকৃতি, রাখালি বাঁশির সুর 
 আমি উজ্জ্বল  নক্ষত্র, আমি ধ্রুব তারা
 আকাশের  সীমানা বহুদূর। 
  
 আমি ক্লান্তিহীন দূর্গম  পথের  পথিক
 আমি কাব্য, আমি গীতি
 সরল শব্দমালা।
 আমি নারী, 
 মানি না পুরুষ  নির্মিত পাঠশালা।
  
 মাদার তেরেসা  আমি,
 আমি নারী, আমি রোকেয়া। 
 আমি মহাভারতের  শকুন্তলা, 
 বঙ্কিমচন্দ্র রচিত  দেবী চৌধুরানী। 
 আমি নারী, আমি দশভুজা। 
  
 আমি চিরন্তন, অক্ষয়া
 আমি নারী, 
 অগ্নি স্ফুলিঙ্গ বহ্নিশিখা। 
 আমি মুক্ত, চির উন্মত্তা। 
 হবো না দ্রৌপদী
 হবো না আর সীতা।
 আমি স্বশিক্ষিত রোকেয়ার পাঠশালায়,
 আমি নই সীমাবদ্ধ প্রণালির সীমানায়। 

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন
অনুগ্রহ করে এখানে আপনার নাম দিন